আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনার ও নানগারহারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা বেড়ে ৮০০ ও আহতের সংখ্যা আড়াই হাজার হয়েছে। নানগারহার প্রদেশে আরও ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন।
মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভূমিকম্পের বিস্তারিত
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পটি গতকাল রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর নানগারহার ও কুনার প্রদেশে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এক বাসিন্দা, পোলাদ নূরি (২৮), বিবিসিকে জানান, "এত শক্তিশালী ভূমিকম্প আমি জীবনেও দেখিনি।"
ভূমিকম্পের ফলে দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, যা উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে তালেবান সরকারের কর্মকর্তারা আকাশপথে উদ্ধার অভিযানের জন্য আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।