যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভারত সফর আপাতত হচ্ছে না। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগদানের কথা ছিল। নিউ ইয়র্ক টাইমস-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
'দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড' (নোবেল পুরস্কার ও এক তিক্ত ফোনকল: ট্রাম্প-মোদি সম্পর্কের যেভাবে অবনতি হলো) শিরোনামের এই প্রতিবেদনে ট্রাম্পের সফরসূচি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, গত ১৭ জুন মোদির সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প ভারতে আসার কথা বলেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা এখন আর নেই।
নিউ ইয়র্ক টাইমস-এর এই দাবির বিষয়ে ওয়াশিংটন বা নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে, ট্রাম্পের কিছু মন্তব্য ও পদক্ষেপ এই অবনতির কারণ। ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন যে, ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছেন। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে আসছিল। তা সত্ত্বেও গত ১৭ জুন মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। এতে মোদি বিরক্ত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ফোনালাপের আগে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগে দেশে ফেরায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৭ জুনের ৩৫ মিনিটের এই ফোনালাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত করে তোলে।
এছাড়াও, ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ৫০% অতিরিক্ত শুল্কারোপও দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। গত বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।