× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়েমেনের প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, হামলায় নিহত আরও কয়েকজন মন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩১ আগস্ট ২০২৫, ০০:৫৫ এএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৫, ০২:৩৮ এএম

হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িফাইল ছবি: এএফপি

ইয়েমেনে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে হুতি কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। এতে আহমেদ আল-রাহাওয়িসহ আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের আগস্ট থেকে হুতি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি। সরকারের বার্ষিক কার্যক্রম মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজায় চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চলে উত্তেজনা বাড়লে তারা সানায় হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে হুতিরা বারবার বলছে, ইসরায়েলের এ ধরনের হামলা ফিলিস্তিনিদের সমর্থনে তাদের সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না।

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি এবং পশ্চিমা জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সম্প্রতি ইয়েমেনে দফায় দফায় হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবারের হামলার মাত্র চার দিন আগে সানায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত এবং ৯০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন বলে ইয়েমেনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান। ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনা, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদও লক্ষ্যবস্তু ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.