× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের আগুন: পার্লামেন্ট ভবনে নিহত ৩

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ১৫:৫৩ পিএম । আপডেটঃ ৩০ আগস্ট ২০২৫, ২১:২৭ পিএম

নিহতরা আগুনে পুড়তে থাকা ভবনটির ভেতর আটকা পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার একটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এবারের এই বিক্ষোভকে দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সরকারের জন্য প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে এই ঘটনা ঘটে। সংস্থাটি নিহতদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানায়নি। তবে বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, নিহতরা আগুনে পুড়তে থাকা ভবনটির ভেতরে আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ভবন থেকে লাফিয়ে পড়ে আরও দুজন আহত হয়েছেন।

আইনপ্রণেতাদের বেতন-ভাতার প্রতিবাদে এই বিক্ষোভ কয়েক দিন আগে রাজধানী জাকার্তায় শুরু হয়েছিল। কিন্তু শুক্রবার পুলিশের একটি সাঁজোয়া যানের ধাক্কায় একজন রাইড-শেয়ারিং মোটরবাইক চালক নিহত হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

গত অক্টোবরে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট সুবিয়ান্তো শুক্রবার রাতে নিহত মোটরবাইক চালকের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

শুক্রবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাট এবং পরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এদিন বান্দুংসহ একাধিক বড় শহরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শনিবার পর্যন্ত নতুন করে কোনো বিক্ষোভের খবর না পাওয়া গেলেও, শুক্রবারের বিক্ষোভের কারণে জাকার্তার ম্যাস র‌্যাপিড ট্রানজিট রেলওয়ে তাদের কিছু স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। এছাড়া, জাকার্তা প্রদেশের মালিকানাধীন বাস সার্ভিস ট্রান্সজাকার্তাও গ্রাহকদের পরিষেবা দিতে পারছে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.