× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩: পুলিশি অভিযানে হামলাকারীও নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ২১:৫৪ পিএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ২২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অ্যানুনসিয়েশন ক্যাথলিক স্কুলে বন্দুক হামলার পর ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে অবস্থিত একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারীর পরনে ছিল কালো পোশাক এবং তার হাতে একটি রাইফেল ছিল। হামলা সম্পর্কে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবা দল। মিনেসোটা ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ব্যুরো, স্টেট প্যাট্রল, এফবিআই এবং মিনিয়াপলিস পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, তিনি অ্যানুনসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলির ঘটনার বিষয়ে অবগত আছেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ রাখছেন। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রেও এই ভয়াবহ সহিংসতার খবর সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানান।

বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩তম অ্যাভিনিউ ও ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় পুলিশ বিবিসিকে নিশ্চিত করেছে যে, বন্দুকধারী নিহত হয়েছেন এবং বর্তমানে পুলিশ ও জরুরি সেবা দল ঘটনাস্থলে কাজ করছে। এই স্কুলে প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.