× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দামেস্কের কাছে ইসরায়েলি ড্রোন হামলা: ৬ সেনা কর্মকর্তা নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ১২:০১ পিএম

সিরিয়া-ইসরায়েল সীমান্ত এলাকার গোলান মালভূমিতে ইসরায়েলি ট্যাংক। ফাইল ছবি: সংগৃহীত

দামেস্কের কাছে আল-কিশওয়াহ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার ছয়জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এল আকবরিয়া এই খবর নিশ্চিত করেছে। সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলি সেনা অভিযানের নিন্দা জানানোর একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনা ও সীমান্ত এলাকায় তাদের আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। বুধবার সকালে দামেস্কের উপকণ্ঠে আল-কিশওয়াহ শহরের কাছে সেনাবাহিনীর একটি অবস্থানে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এই হামলায় সিরিয়ার ছয়জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।

ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং স্থাপনায় শত শত হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল সম্প্রতি সিরিয়ার গোলান মালভূমির 'অসামরিক বাফার জোন' দখল করে তাদের আগ্রাসী অভিযান আরও বাড়িয়েছে। এর মধ্য দিয়ে তারা ১৯৭৪ সালে স্বাক্ষরিত দুই দেশের মধ্যকার সংঘাত এড়িয়ে চলার চুক্তি ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।

গত সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল ৬০ জন সেনার একটি দল মাউন্ট হারমন পাহাড়ের কাছে সিরিয়ার ভেতরে অবস্থিত একটি এলাকা দখল করার জন্য পাঠিয়েছে। এই এলাকাটি সিরিয়া-লেবানন সীমান্তের পাশে অবস্থিত এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও ইসরায়েল এখন পর্যন্ত এই হামলা বা অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি অভিযোগ করে বলেন, ইসরায়েল তাদের 'সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা' বাস্তবায়ন করছে। এই উদ্দেশ্যে তারা বিভিন্ন অসামরিক বা নিরপেক্ষ এলাকায় সামরিক ও গোয়েন্দা স্থাপনা তৈরি করছে।

এদিকে, এই মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'বৃহত্তর ইসরায়েলের' বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই ধারণাকে উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলিরা ব্যাপকভাবে সমর্থন করছে। এতে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ছাড়াও লেবানন, সিরিয়া, মিশর এবং জর্ডানের কিছু অংশের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।

৩১টি আরব ও ইসলামিক দেশের জোট এবং আরব লিগ ইসরায়েলের এমন অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী একটি বিপজ্জনক পদক্ষেপ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.