× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাজ্যে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩, আহত ১

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ২৩:২৫ পিএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ০০:০৫ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের আইল অব ওয়াইট দ্বীপে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। স্থানীয় সময় সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ।

হেলিকপ্টারটির ফ্লাইট অপারেটর নর্দামব্রিয়া হেলিকপ্টার্স জানিয়েছে, জি-ওসিএলভি মডেলের হেলিকপ্টারটি সকালে স্যান্ডাউন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড়াল দেওয়ার প্রায় ২৪ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে দ্রুত জরুরি উদ্ধারকারী দল পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অফ ওয়াইট কনস্ট্যাবুলারি। নর্দামব্রিয়া হেলিকপ্টার্স তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

আইল অব ওয়াইট ইস্টের সংসদ সদস্য জো রবার্টসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “শ্যাঙ্কলিনের বাইরে হেলিকপ্টার দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত।”

দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.