× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের নির্দেশ ট্রাম্পের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ০৩:৩৪ এএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২৫, ১৩:০৭ পিএম

ওয়াশিংটন ডিসি থেকে অবিলম্বে গৃহহীন মানুষদের সরিয়ে দেয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তার এ কথার বিরোধীতা করেছেন শহরটির মেয়র। তিনি মনে করেন না যে আমেরিকার রাজধানীকে ইরাকের বাগদাদের সঙ্গে মেলানো উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, সোমবার এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসিকে আরও নিরাপদ এবং সুন্দর করে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। মূলত এর ভিত্তিতেই শহর থেকে ছিন্নমূল মানুষদের সরিয়ে নেয়ার কথা জানান তিনি। তবে তার বক্তব্যের তীব্র বিরোধীতা করেছেন ডেমোক্রেটিক মেয়র মুরিয়েল ব্রাউসার। তিনি বলেছেন, আমরা এখানে তেমন অপরাধের মুখোমুখি হই না। নির্বাচিত কলাম

গত মাসে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যার মাধ্যমে গৃহহীন মানুষদের গ্রেপ্তারকে সহজ করা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল আইন প্রয়োগকারী বাহিনীকে গ্রেপ্তারেরও নির্দেশ দেন। রোববার নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন, গৃহহীনদের অতিসত্তর এখান থেকে সরিয়ে নিতে হবে। আমরা তোমাদেরকে বসবাসের স্থান দেব, তবে সেটা রাজধানী থেকে বহু দূরে। অপরাধীরা, তোমাদের এখান থেকে সরে যেতে হবে না। আমরা তোমাদের জেলে পুরবো, সেখানেই তোমরা থাকবে। 

স্তুপকৃত ময়লার পাশে অবস্থিত তাবুর ছবি শেয়ার করে ওই পোস্ট দেন ট্রাম্প। উল্লেখ করেন সেখানে ভালো কোনো মানুষ থাকে না। আমরা আমাদের রাজধানী পুনরায় ফেরত চাই। আপনাদের ধন্যবাদ যারা এ বিষয়ে সতর্ক হয়েছেন। তবে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ২০২২ সালের এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, গৃহহীনদের রাজধানীর বাইরে আরও ভালো তাবুতে বসবাসের ব্যবস্থা করবেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.