আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। ছবি: সংগৃহীত
কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে বাস উলটে দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বাসটি পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমু শহরে যাচ্ছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় কেনিয়ার কিসুমু শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকালে কিসুমু-কাকামেগা মহাসড়কে চলন্ত অবস্থায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে যাত্রীভরা যানটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে একটি খাদে পড়ে যায়। অনেক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য এই এলাকাটি বেশ পরিচিত।
পুলিশ জানিয়েছে, ১০ নারী, ১০ পুরুষ ও এক বালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর চারজনের মৃত্যু হয় হাসপাতালে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।
বাসটির যাত্রীরা সবাই একটি কবরস্থান থেকে ফিরছিলেন। তারা সবাই এক পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার হয়নি।
বাসটি একটি মাধ্যমিক স্কুলের মালিকানাধীন। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতায়াতের জন্য ব্যবহার করা বাসটিতে দুর্ঘটনার সময় কোনো শিক্ষার্থী ছিল না।
নাহেরা এলাকার এক কবরস্থানে দাফন অনুষ্ঠান সারার পর বাসটি আরোহীদের নিয়ে প্রায় ৬২ কিলোমিটার দূরের নিয়াকাচে যাচ্ছিল।
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত যাত্রীদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়টি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুতো সামাজিকমাধ্যম এক্সে এই দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
দুর্ঘটনাপ্রবণ এই দেশে গত সপ্তাহেই কয়েকটি বড় সড়ক ও বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নাইভাশা শহরে বাস-ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হন আর শনিবার রাজধানী নাইরোবির কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও ৭ জন।
২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশের বেশি বেড়েছে। দেশটিতে ২০২১ সালে নিহত হন ৪,৫০০ জনেরও বেশি মানুষ এবং আহত হন ১৬ হাজারের বেশি।
বিষয় : কেনিয়া বাস দুর্ঘটনা অন্ত্যেষ্টিক্রিয়া
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh