ভারতের  নয়া দিল্লিতে ভারি বৃষ্টির মধ্যে একটি মন্দিরের দেয়াল ধসে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম পুলিশের ঊর্র্ধতন কর্মকর্তা ঐশ্বরিয়া শর্মাকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার রাতে বৃষ্টির পর ঘটনাটি ঘটেছে। নিহতরা দৈনিক মজুর ও তাদের পরিবার। তারা দেয়ালটির পাশের ঝুপড়িতে বসবাস করতেন।
ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়া আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলার সময় সাতজন মারা যান। বেঁচে যাওয়া গুরুতর আহত অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দ্য হিন্দু জানিয়েছে, রাতে রাজধানীতে প্রবল বৃষ্টির পর দক্ষিণপূর্ব দিল্লির জাতিপুরে ঘটনাটি ঘটে। একটি পুরনো মন্দিরের একপাশে থাকা দেয়ালটি বজ্র্য সংগ্রহকারীদের ঝুপড়ির ওপর ধসে পড়ে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুইজন মেয়ে শিশু।
নয়া দিল্লির অধিকাংশ এলাকায় কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে প্রায় দুই কোটি বাসিন্দার এই শহরটিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে যা ব্যাপক ট্র্যাফিক জ্যামের কারণ হচ্ছে।
শহরটির বিভিন্ন জায়গায় খেটে খাওয়া বহু মানুষ বৈধ অনুমোদন ছাড়াই ঝুপড়ি তুলে বসবাস করেন। প্রতি বর্ষায় টানা বৃষ্টির সময় এসব ঝুপড়ির বাসিন্দারা নিয়মিতই বিভিন্ন দুর্ঘটনার শিকার হন।