ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।
ইরানে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় দেশটির দুই ধরনের ওয়ারহেড এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (ইএমপি) অস্ত্র ব্যবস্থার উন্নয়ন ব্যাহত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এমন কথাই।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, গত মাসে ১২ দিনের ওই যুদ্ধে ইরানের ৩ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং ৫০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের ৮০ শতাংশই ধ্বংস হয়েছে।
নাম প্রকাশে অনিচছুক ইসরায়েলি কর্মকর্তারা ‘ওয়াশিংটন পোস্ট’-কে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ৮ হাজার ইউনিটে উন্নীত করার অভিপ্রায় ছিল। ইরানে হামলা চালাতে দেরি করলে ইসরায়েল ওই সব ক্ষেপণাস্ত্রের মুখে আরও অরক্ষিত হয়ে পড়ত।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং বিশেষ করে শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যার কারণে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকাংশে নস্যাৎ করা গেছে- বলা হয়েছে প্রতিবেদনে।
পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার কারণে ইরানের ইএমপি ডিভাইস উন্নয়ন থমকে যায়। এ ধরনের অস্ত্র ইলেক্টোম্যাগনেটিক শক্তিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে বৈদ্যুতিক নেটওয়ার্ককে অচল করে দিতে পারে।
ইরান ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বোমা ব্যবহার করলে ইসরায়েলের বৈদুতিক ব্যবস্থাকে অচল করে দিতে পারত। ইরানের রেভল্যুশনারি গার্ড পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসাবে ইএমপি ডিভাইস উন্নয়ন করে আসছিল।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করায় এই পদক্ষেপ নিয়েছিল রেভল্যুশনারি গার্ড।
তবে ফতোয়া জারির পরও ইরান দুই ধরনের পারমাণবিক ওয়ারহেড উন্নয়ন চালিয়ে যাচ্ছিল বলেই দাবি ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের। এর একটি হল স্ট্যান্ডার্ড ফিশন ওয়ারহেড এবং অপরটি আরও জটিল ধরনের ফিউশন ওয়ারহেড।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ইরানি বিজ্ঞানীদের ওপর ইসরায়েলের বিমান হামলার ফলে দেশটির ফিউশন ওয়ারহেড প্রকল্প বন্ধ হয়ে গেছে।
সুপরিচিত এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন আর পামাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে থাকা দেশ নয়।
ইরান গোপনে কর্মসূচি চালিয়ে গেলে পারমাণকি অস্ত্র বানাতে এক থেকে দুই বছর সময় লাগবে। আর ইরানের দ্রুত পারমাণবিক ডিভাইস তৈরির চেষ্টা ইসরায়েল সম্ভবত খুঁজে বের করে ধ্বংসও করতে পারবে, বলেন ওই কর্মকর্তা।
বিষয় : ইরান পারমাণবিক ওয়ারহেড ইসরায়েল
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh