২০২৪ সালে ২ লাখেরও বেশি ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। রাজ্যসভায় ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য জানান। বিগত বছরগুলোতে কতজন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন তা এক নজরে দেখে নেয়া যাক :
২০২৪: ২,০৬,৩৭৮
২০২৩: ২,১৬,২১৯
২০২২: ২,২৫,৬২০
২০২১: ১,৬৩,৩৭০
২০২০: ৮৫,২৫৬
২০১৯: ১,৪৪,০১৭
বিদেশ মন্ত্রককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি জানেন যে নাগরিকত্ব ত্যাগকারী ভারতীয়দের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী ? তবে, প্রশ্নের উত্তরে ভাগ করা তথ্য থেকে দেখা গেছে যে, ২০১৯ সাল থেকে ভারতীয় নাগরিকত্ব ত্যাগকারী মানুষের সংখ্যায় কোনও রৈখিক বৃদ্ধি ঘটেনি। ২০২৪ সালে ২,০৬,৩৭৮ জন ভারতীয়ের সংখ্যা ২০২৩ এবং ২০২২ সালে রেকর্ড করা তথ্যের তুলনায় সামান্য কম। তবে ২০২১, ২০২০ এবং ২০১৯ সালের তুলনায় বেশি। সচরাচর নাগরিকরা এভাবে দেশ ছাড়েন বিদেশে ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পেলেই। বিদেশি সংস্থায় মোটা মাইনের চাকরি বা অন্য দেশে ভালো সুযোগ-সুবিধার আশায় অনেক সময় দেশের সেরা মেধাবিরা ভিনদেশে পাড়ি দেন। যাকে বলা হয়, ‘ব্রেন ড্রেন’। এই ‘ব্রেন ড্রেন’ যে কোনও উন্নয়নশীল দেশের জন্য সমস্যার ও উদ্বেগের। বিশেষজ্ঞদের দাবি -দূষণ, অসহিষ্ণুতা, হিংসা, জঙ্গি হানার মতো ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষিত, উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর দাবি করেন, তার আমলে নাগরিকদের জীবনযাত্রার মান বেড়েছে। কমেছে জটিলতা। কিন্তু যেভাবে ভারতের ব্রেন ড্রেন হচ্ছে, সেটা অন্তত উলটো কথা বলছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস