× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ২৮ মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ২৩:৪৬ পিএম । আপডেটঃ ২০ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের হা লং উপসাগরে ৫০ জনেরও বেশি পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় ড্যান ট্রাই নিউজ জানিয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের সময় হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে জাহাজটি ডুবে যাওয়ার সময় ৪৮ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু সদস্য ছিলেন।

ভিএনএক্সপ্রেস নিউজ জানিয়েছে, ভিয়েতনামী সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনী এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করেছে।

ভিএনএক্সপ্রেস জানিয়েছে, নৌকাটিতে থাকা বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা পরিবার ছিল। যাত্রীদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল।

হা লং বে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ নীল-সবুজ জলরাশি এবং চুনাপাথরের দ্বীপপুঞ্জ পরিদর্শন করে।

গত বছর হা লং উপসাগরের উপকূলীয় কোয়াং নিন প্রদেশের বোট লক এলাকায় তীব্র বাতাস এবং মারাত্মক টাইফুনের তরঙ্গের আঘাতে ৩০টি নৌকা ডুবে গিয়েছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.