× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাক সংঘাত

ভারতের কোনও কাঠামো ধ্বংসের ছবি দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ জুলাই ২০২৫, ২০:০৭ পিএম । আপডেটঃ ১১ জুলাই ২০২৫, ২০:০৮ পিএম

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেশ কিছুদিন চুপ থাকার পর শুক্রবার বলেছেন, ভারত অপারেশন সিদুঁরের অধীনে পাকিস্তানের নয়টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে । তিনি আরও যোগ করেন, পুরো অভিযানটি মাত্র ২৩ মিনিট সময় নিয়েছে।

আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তনে বক্তৃতা দিতে গিয়ে অজিত ডোভাল অপারেশন সিদুঁর সংক্রান্ত প্রতিবেদনের জন্য বিদেশী সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বিদেশী সংবাদমাধ্যম বলেছে যে পাকিস্তান এটা করেছে এবং এটা করেছে... আপনি আমাকে একটি ছবি বলুন, একটি ছবি, যাতে ভারতের কোনও কাঠামোর ক্ষতির প্রমাণ পাওয়া যায়। এমনকি একটি কাচের প্যানেলও ভেঙে গেছে। তিনি ভারত-পাক সংঘাতে ভারতের কোনও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখানোর জন্য বিদেশি সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ করেন।

সমাবর্তন ভাষণে অজিত ডোভাল দেশীয় প্রযুক্তির উন্নয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশীয় প্রযুক্তির উন্নয়ন করতে হবে। সিঁদুর অভিযানে যে পরিমান দেশীয় উপাদান ছিল তা নিয়ে আমরা সত্যিই গর্বিত। আমরা পাকিস্তানের ৯টি সন্ত্রাসী স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেগুলির একটিও সীমান্তবর্তী অঞ্চলে ছিল না। আমরা কোনও লক্ষ্যই মিস করিনি। আমরা এটি ছাড়া অন্য কোথাও আঘাত করিনি বলে জানিয়েছেন ডোভাল। 

তিনি বলেন, ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের সরাসরি সামরিক প্রতিক্রিয়া ছিল অপারেশন সিদুঁর। এই অভিযানের ফলে চার দিন ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালানো হয় এবং ১০ মে উভয় পক্ষই সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.