× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তীব্র জ্বালানি সংকটে গাজাবাসী, ইসরাইল হালায় নিহত ১০৫ ফিলিস্তিনি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৯:২২ পিএম । আপডেটঃ ০৯ জুলাই ২০২৫, ১৯:২২ পিএম

২৪ ঘণ্টায় আরও ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন ৫৩০ জন। নিহতদের মধ্যে সাতজন ছিলেন ত্রাণপ্রার্থী। এদিকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।

অন্যদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় জ্বালানি সংকট তীব্র হয়েছে এবং এ থেকে উপত্যকাটির মানুষের ভোগান্তি এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক ড. মারওয়ান আল-হামস বলেছেন, জ্বালানি সংকট গাজার হাসপাতালগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলবে। তিনি সতর্ক করে বলেছেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। ফলে গাজার দক্ষিণাঞ্চলে হাসপাতালগুলোতে কয়েকশ মানুষ মারা যেতে পারেন।

ধারণা করেছেন, যদি জ্বালানি সরবরাহ না করা হয় তাহলে আগামী দুই দিনের মধ্যে দুইশ অপরিণত শিশু মারা যাবে। এছাড়া ডায়ালাইসিস এবং নিবিড় পরিচর্যায় রাখা রোগীরাও মারা যাবে। আহতদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে এবং মেনিনজাইটিসের মতো রোগ ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি। গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন, জ্বালানির অভাবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালটি বন্ধ হয়ে যাবে। 


সূত্র: আল জাজিরা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.