× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ, রেড অ্যালার্ট জারি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ জুলাই ২০২৫, ২২:০৭ পিএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৫, ২২:০৮ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউরোপজুড়ে এখন দাবদাহ বইছে। এর জের ধরে মঙ্গলবার (১ জুলাই) প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান, এনডিটিভির।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানায়, দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে পড়েছে ফ্রান্সের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলের তাপমাত্রা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ আরও কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।

জার্মানির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বলকান অঞ্চলের দেশগুলোও তীব্র গরমে ভুগছে। যদিও কিছু কিছু এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে।

বিষয় : প্যারিস

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.