× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

মাদুরো ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজ সংশ্লিষ্ট এক প্রদর্শনীর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মে ২০২৫, ১৮:১৯ পিএম । আপডেটঃ ০৯ মে ২০২৫, ১৮:১৯ পিএম

প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমানবাহিনীর সদস্য ছিলেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। 

শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে সশস্ত্র বাহিনীর ১২ সদস্যকে নিয়ে বেল ২১২ হেলিকপ্টারটি শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত মাদুরু ওয়া জলাধারে আছড়ে পড়ে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই ছয়জনের মৃত্যু হয় বলে শ্রীলঙ্কার বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্দা গিগাঙ্গে বার্তা সংস্থা রয়টার্সকে জানান।

মাদুরো ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজ সংশ্লিষ্ট এক প্রদর্শনীর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে, বলছে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর সদস্য, বাকিরা বিশেষ বাহিনীর, বলেছেন গিগাঙ্গে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.