‘অন্যায়ভাবে আটক’ পাকিস্তানি বন্দিদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার চালানোর পরিকল্পনা করছে ভারত। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভারতে বেশ কিছু পাকিস্তানি নাগরিক আটক আছেন। তাদেরকে ব্যবহার করে ভারতের এমন পরিকল্পনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ওই সূত্রগুলো। তারা বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে যথাযথ প্রক্রিয়ার বাইরে বর্তমানে কমপক্ষে ৫৬ জন পাকিস্তানি বন্দি আছেন ভারতে। বিভিন্ন জেলে তাদেরকে রাখা হয়ে থাকতে পারে। তাদেরকে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিয়ে সেখানে হত্যা করা হতে পারে।
সূত্র বলেছেন, এরপর তাদেরকে মিলিট্যান্ট হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে। বলা হতে পারে, সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা। এর মধ্য দিয়ে তারা আন্তঃসীমান্ত আগ্রাসনের ধারণাকে যথার্থতা দিতে পারে। একই সঙ্গে পাকিস্তানবিরোধী বক্তব্যকে জোরালো করতে পারে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, ভারতের মিডিয়াগুলো ওই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজ ও ছবি পেতে পারে। দেখানো হতে পারে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তানবিরোধী বিবৃতি দিতে অথবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে।