× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোববার ঈদ, সৌদি আরবে চাঁদ দেখা গেছে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৫, ০৩:০২ এএম

চাঁদ দেখে মোনাজাত করছেন এক ব্যক্তি। ফাইল ছবি: এএফপি

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হবে। হারামাইনের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটিতে রমজান মাস ২৯ দিনের হচ্ছে।

এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার সেখানে (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল।

এর আগে, প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। সেখানে রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ব্রুনাই-ও ঈদের তারিখ জানিয়েছে।

বাংলাদেশেও চাঁদ দেখা সাপেক্ষে সোমবার ঈদ উদযাপিত হতে পারে।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.