× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিমবঙ্গের স্বার্থ দেখে পানিবণ্টন চুক্তি করতে গেলে: বিধানসভায় মমতা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ০৮:৩৯ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম

ফারাক্কা চুক্তি নবায়নের আলোচনায় আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে গঙ্গা বা তিস্তার পানি নিয়ে কোনও চুক্তি করা যাবে না বলে ভারতের সংসদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গঙ্গা (ফারাক্কা) চুক্তির ফলে পশ্চিমবঙ্গের বহু মানুষকে সর্বস্ব খোয়াতে হয়েছে। আবার তিস্তার পানির উপর উত্তরবঙ্গের একাধিক জেলার জীবনযাত্রা নির্ভর করে। তাই ভারত-বাংলাদেশের মধ্যে কোনও পানিচুক্তি হলে সেটার জন্য সবচেয়ে বেশি প্রভাবিত হবে পশ্চিমবঙ্গের মানুষ। ঋতব্রত আরও বলেন, গত কয়েক বছরে পূর্ব ভারতে নদীর গতিপ্রকৃতি বদলে গিয়েছে। আর সেটার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পশ্চিমবঙ্গের উপর। তাই পশ্চিমবঙ্গকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি বা গঙ্গা পানি বন্টন চুক্তির নবীকরণ নয়। তৃণমূল কংগ্রেস সাংসদের দাবি, গঙ্গা পানি বন্টন চুক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব খুইয়ে গৃহহীন। এই চুক্তির প্রভাব পড়ছে সুন্দরবনের জনজীবনে। এমনকি কলকাতা বন্দরের স্বাস্থ্যও প্রভাবিত হচ্ছে। অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তি হলেও সেসময় যে ভাবে নিয়মিত গঙ্গায় ড্রেজিং করার কথা ছিল সেটা করা হয় না। তিস্তা নদী নিয়ে ঋতব্রতর বক্তব্য, এই নদীটির পানিতেই উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষের পানীয় পানির চাহিদা পূরণ করা হয়। তাছাড়া উত্তরবঙ্গে সেচের পানিও আসে তিস্তা থেকে। তাই তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত হবে না। ঋতব্রতর সাফ কথা, বাংলাদেশের সঙ্গে কোনওরকম পানি চুক্তিই পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া করা উচিত নয়। তাছাড়া ইন্দো ভুটান পানি বন্টন কমিটি গড়ার প্রয়োজনীয়তা নিয়েও সরব হন তিনি।

উল্লেখ্য, গঙ্গা পানি বন্টন চুক্তির নবীকরণ হওয়ার কথা ২০২৬ সালে। বাংলাদেশ চাইছে দ্রুত এই চুক্তির নবীকরণ করতে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ নিয়ে আপত্তি জানিয়েছেন। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। এদিকে তিস্তার স্থায়ী জলচুক্তি নিয়েও আপত্তি রয়েছে রাজ্যের।

বিষয় : মমতা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.