বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
বর্তমানে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
বাংলাদেশের পাশাপাশি ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া ইত্যাদি দেশের জন্যও সর্বোচ্চ খরচ হবে ৩ হাজার ১৩৩ মার্কিন ডলার।
এর আগে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেয় কুয়েত। ৮ জানুয়ারি কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে ফি নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা জারি হয়। বাংলাদেশ থেকে প্রত্যেক গৃহকর্মীর জন্য ফির পরিমাণ ৭৫০ কুয়েতি দিনার (বাংলাদেশি ২ লাখ ৬৭ হাজার ১৪০ টাকা) নির্ধারণ করা হয়।