নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামানের চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। আসার পর পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন এই সদস্য। দোকান থেকে চুরির বেশ কয়েকটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের মুখে গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) পদত্যাগ করেন তিনি।
গোলরিজ ঘাহরামান নিউজিল্যান্ডের গ্রিন পার্টির নেতা। এ সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ- তিনি অকল্যান্ড ও ওয়েলিংটনে কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরি করেছেন। বুটিকের একটি দোকান থেকে হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়।
এ ঘটনায় হতাশা ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোলরিজ ঘাহরামান। এমন কাজের জন্য কোনো অজুহাতও দিতে চান না তিনি। গোলরিজ ঘাহরামান বলেছেন, কাজের চাপের কারণে আমার চরিত্রের সম্পূর্ণ বাইরে এমন কাজ করেছি। এই আচরণ ব্যাখ্যা করার মতো নয়। চিকিৎসক দেখানোর পর বুঝতে পেরেছি আমি ভালো নেই।
ইরান থেকে ছোটবেলায় গোলরিজ ঘাহরামান তার পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে এসে রাজনৈতিক আশ্রয় নেন। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।