× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমেরিকায় উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ

‘স্ত্রী জানিয়েছিল, ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামবে’

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ এএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:২০ এএম

দুর্ঘটনার পর রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

স্ত্রীকে স্বাগত জানাতে এবং এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন হামাদ রাজা। তিনি জানান, স্ত্রীর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এমন সময় আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান তিনি। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির যাত্রীদের একজন ছিলেন তাঁর স্ত্রী।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে যায়। বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়ে। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটির কাছাকাছি নদীতে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর শোনার পর হামাদ রাজা সিবিএস নিউজকে বলেন, ‘সে (স্ত্রী) আমাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানিয়েছিল, ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামছে। এখন এই মুহূর্তে আমি শুধু একটাই প্রার্থনাই করছি, কেউ যেন তাকে নদী থেকে টেনে তোলে।’

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

আমেরিকান এয়ারলাইনসের আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজটিতে মোট ৬৪ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন যাত্রী, ৪ জন ক্রু। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যাত্রীবাহী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের কানসাস থেকে রওনা দিয়ে ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.