× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুসলিমদের ধর্মগ্রন্থ অবমাননার দায়ে ডেনমার্কে প্রথমবার দু’ব্যক্তি অভিযুক্ত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ পিএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ পিএম

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার দায়ে ডেনমার্কে প্রথমবারের মতো দু’ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সম্প্রতি সেখানে ধর্মগ্রন্থ অবমাননার ধারাবাহিক ঘটনা ঘটেছে। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রথমবার গৃহীত একটি আইনের অধীনে ওই দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে শুক্রবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, জুনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ের মানুষদের এক উৎসব চলছিল। সেখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে ওই দুই ব্যক্তি। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে কোপেনহেগেনের প্রসিকিউশন বা স্থানীয় মিডিয়া কিছুই জানায়নি। প্রসিকিউটর লিসে-লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ সাম্প্রতিক সময়ে অবমাননার ঘটনা বৃদ্ধি পায়। এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এর পর ২০২৩ সালের ৭ই ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়। আচরিত নিয়ম অনুযায়ী সেখানে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদেরকে জারিমানা অথবা দুই বছরের জেল হওয়ার ঝুঁকি আছে। ডেনমার্কের পত্রিকা পলিটিকেন-এর মতে, ২২শে জানুয়ারি পুলিশ এই আইন লঙ্ঘনের আটটি ঘটনা তদন্ত করছিল। 

বিষয় : ধর্মগ্রন্থ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.