× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী

২৫ জানুয়ারি ২০২৫, ০০:৪৩ এএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:০১ পিএম

ইসরায়েলি হামলার মুখে ফিলিস্তিনিরা শরণার্থীশিবির ছেড়ে পালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরের জেনিনে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে মঙ্গলবার থেকে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে ইসরায়েলের এই অভিযানের কারণে গাজায় সদ্য হওয়া নতুন যুদ্ধবিরতি বিপন্ন হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-কিতান।

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সেখানকার কয়েক শ বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার অভিযানের তৃতীয় দিনে ইসরায়েলি সেনারা জেনিনের বহু বাড়িঘর গুঁড়িয়ে দেয়।

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পরই পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, জেনিন সংলগ্ন শরণার্থী শিবিরে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের এই অভিযান চলছে। বছরের পর বছর ধরে এই স্থানটি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ঘাঁটি।

কিন্তু ইসরায়েলের এই অভিযানে বেশির ভাগই নিরস্ত্র মানুষের মৃত্যুতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করা-সহ বসতি সম্প্রসারণ বন্ধের ডাক দিয়েছে।

টিভিতে এক সংবাদ ব্রিফিংয়ে কার্যালয়ের মুখপাত্র থামিন আল-কিতান বলেছেন, “আমাদের কার্যালয় যাচাই করে দেখেছে যে, মঙ্গলবার থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছে। তাদের বেশির ভাগই নিরস্ত্র সাধারণ মানুষ।”

“ইসরায়েলি কর্মকর্তাদের বার বার পশ্চিম তীরে এখনও ইহুদি বসতি আরও সম্প্রসারণের কথাবার্তা এবং নতুন করে আন্তর্জাতিক আইন ভঙ্গের পদক্ষেপ নিয়েও আমরা উদ্বিগ্ন। আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে, দখল করা এলাকায় ইসরায়েলের নিজেদের মানুষজনকে স্থানান্তর করাটাও যুদ্ধাপরাধের সামিল।”

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে পশ্চিম তীরকে চায়।

পশ্চিম তীরে ইহুদি বসতি গড়ে তুলছে ইসরায়েল, যাকে বিশ্বের অধিকাংশ দেশ অবৈধ বলে মনে করে। কিন্তু ইসরায়েল এর সঙ্গে দ্বিমত পোষণ করে ভূখণ্ডটির সঙ্গে তাদের ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন আছে বলে দাবি করে আসছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.