× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লস অ্যাঞ্জেলেসের কাছে ফের নতুন দাবানল, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

রয়টার্স

২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ এএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে নতুন দাবানল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তর দিকে নতুন করে একটি দাবানল ছড়িয়েছে।

গতকাল বুধবার নতুন এই দাবানল শুরু হয়। ঝোড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন দ্রুত ছড়াচ্ছে।

নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে আট হাজার একরের (৩২ বর্গকিলোমিটার) বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার ১৯ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে ‘হিউস ফায়ার’।

নতুন দাবানল অঞ্চলটির অগ্নিনির্বাপণকর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। সবে তাঁরা নগর এলাকার বড় আকারের দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আরেকটি দাবানল শুরু হলো।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে।

যদিও ঝোড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় ‘লাল সতর্কবার্তা’ জারি আছে। লাল সতর্কবার্তা জারির অর্থ, দাবানলের চরম ঝুঁকিতে থাকা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.