× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলকাতায় চালু হচ্ছে এয়ার এম্বুলেন্স পরিষেবা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৫, ১৪:১১ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫ পিএম

দ্রুততার সঙ্গে সংকটাপন্ন রোগীকে হাসপাতালে আনার জন্য কলকাতায় হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে একটি বেসরকারি হাসপাতাল। কলকাতায় প্রথম এই ব্যবস্থা চালু হতে চলেছে। ইএম বাইপাসের ধারে ডিসান হাসপাতাল কর্তৃপক্ষ এজন্য হাসপাতালের নবনির্মিত ভবনের ছাদে তৈরি করেছে হেলিপ্যাড। এজন্য প্রায় দুই বছর ধরে চেষ্টা চলেছে। শুক্রবার সেই হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টারের অবতরণ ঘটেছে।

ডিসান হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ সফল হওয়ার পরেই রোগীদের হেলিকপ্টারে করে নিয়ে আসার সবুজ সংকেত পাওয়া গিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো বটেই, প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মতো রাজ্যের রোগীরাও উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় নি। 

জানা গেছে, হাসপাতালের ছাদের উপরে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের জন্য গত ১৪ জানুয়ারি ভারতের বেসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) অনুমোদন পাওয়া গিয়েছিল। নির্দেশ দেয়া হয়েছিল হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টারের অবতরণের ব্যবস্থা করার জন্য। সেই মোতাবেক শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে একটি হেলিকপ্টার ওড়ে। এবং সেটি  মসৃণভাবেই অবতরণ করেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, হেলিকপ্টারে ছিলেন ডিজিসিএয়ের পর্যবেক্ষক। আর সেই হেলিকপ্টারের দায়িত্বে ছিলেন ডিজিসিএ অনুমোদিত এজেন্সি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.