× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ এএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ এএম

ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে অনলাইন অ্যাক্সিওস। এতে বলা হয়, ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে আছে যুদ্ধবিমানের গোলাবারুদ এবং হামলায় ব্যবহৃত হেলিকপ্টার। এই প্রস্তাব কংগ্রেসের উভয়কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটি থেকে অনুমোদিত হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করেছেন যে, ইসরাইলের আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের অধীনে নিজের নাগরিকদের সুরক্ষা দেয়ার অধিকার আছে। ইরানের আগ্রাসনে বাধা দেয়া এবং প্রক্সি সংগঠনগুলোর বিরুদ্ধে বাধা দেয়ার অধিকার আছে। এই প্যাকেজে যেসব অস্ত্রের কথা বলা হয়েছে তার মধ্যে আছে ছোট ব্যাসার্ধের বোমা এবং ওয়ারহেড। ওদিকে গাজায় ১৫ মাস ধরে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় আগামী ২০শে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউস ছাড়বেন প্রেসিডেন্ট জো বাইডেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.