× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জালিসকো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়। দুর্ঘটনার পর সেখানে সিভিল প্রটেকশন বিভাগ উদ্ধার তৎপরতা চালায়। ছবি : এএফপি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিসকো এলাকার গভীর জঙ্গলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেসনা ২০৭ মডেলের এই উড়োজাহাজটি মেক্সিকোর লা পারোটা থেকে পার্শ্ববর্তী রাজ্য মিচোয়াকানে যাচ্ছিল। খবর এএফপির।

জালিসকো শহরের সিভিল প্রটেকশন বিভাগ জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানটিতে পৌঁছানো খুবই কঠিন। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিভিল প্রটেকশন বিভাগ আরও জানায়, দুর্ঘটনার পর আরও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আগুন নেভানো সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফরেনসিক তদন্তকারীদের ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা সাতজনের বাইরে আরও কারো মৃত্যুর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.