চলতি বছরে (২০২৪) বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ২,২০০টি ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এই দাবি করেছেন। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ২০২২ সালে বাংলাদেশে হিন্দুদের ওপর ৪৭টি নির্যাতনের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ৩০২। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ২,২০০টি হয়েছে। বেশির ভাগই ঘটেছে ৫ আগস্ট পরবর্তী সময়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে পাকিস্তানে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ১১২টি। দুই দেশের সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠন থেকে পাওয়া পরিসংখ্যানের কথাও উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দুই দেশের সরকারকেই জানিয়েছে ভারত সরকার। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। ভারতের আশা, বাংলাদেশ সরকার দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে। একই ভাবে পাকিস্তান সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।