× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই আগুন লাগে। এসময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। ঘটনার সময় ৪৭ শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.