× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে নিজ্জারের মৃত্যু সনদ দিতে অস্বীকার করলো কানাডা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৪, ২০:৪২ পিএম

কানাডার থেকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ এখনও খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু শংসাপত্র পায়নি। এনআইএর একটি সূত্র এখবর জানিয়ে বলেছে, কানাডা সরকার নিজ্জারের মৃত্যুর শংসাপত্র চাওয়ার অনুরোধের পিছনে এনআইএ-র কারণ জানতে চেয়েছে। গত জুন মাসে বৃটিশ কলম্বিয়া প্রদেশের একটি গুরুদ্বারের বাইরে দুই আততায়ীর গুলিতে নিহত হন নিজ্জার। তিনি ভারত ও কানাডার মধ্যে উত্তেজনার কেন্দ্রে পরিণত হন যখন ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার মাটিতে তার হত্যায় ভারতীয় কর্মকর্তাদের "সম্ভাব্য" জড়িত থাকার অভিযোগ করেন। ভারত এই অভিযোগগুলিকে "অযৌক্তিক" এবং "উদ্দেশ্যপ্রণোদিত" হিসাবে প্রত্যাখ্যান করেছে, কানাডা সরকারের বিরুদ্ধে চরমপন্থী এবং ভারত-বিরোধীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী, নিজ্জার ১৯৯৭ সালে কানাডায় চলে আসেন। তিনি সেখানে প্লাম্বার হিসেবে কাজ করতেন, সেখানেই বিয়ে করেন এবং দুই সন্তানের পিতা হন। একজন ভারতীয় কর্মকর্তা জানাচ্ছেন, 'নিজ্জারের মৃত্যু শংসাপত্রের জন্য এনআইএ কানাডার দ্বারস্থ হয়েছিল। তবে কানাডিয়ান কর্তৃপক্ষ কিছু পাল্টা প্রশ্ন তুলেছে। ভারত কেন একজন কানাডিয়ান নাগরিকের মৃত্যু শংসাপত্র চাইছে সে প্রশ্ন তোলা হয়। তারপরেই তারা সেটি দিতে অস্বীকার করে। 'নিজ্জারের হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতীয় এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জেরে কানাডা সরকারের সঙ্গে কূটনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছিল। যদিও সেই অভিযোগ অবিলম্বে এবং দৃঢ়ভাবে নয়াদিল্লি অস্বীকার করে। এনআইএ এখনও খালিস্তানপন্থী অন্য একজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড-কর্ণার নোটিশ সুরক্ষিত করতে সফল হয়নি, তিনি হলেন গুরপতবন্ত সিং পান্নুন, যিনি একজন মার্কিন নাগরিক। এনআইএ পান্নুনের বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত করছে। তারা চণ্ডীগড়, অমৃতসর জুড়ে পান্নুনের তিনটি সম্পত্তি জব্দ করেছে।


সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.