মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে কথা বলছেন কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলেছেন। ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভোটারদের সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ভোটারের প্রশ্নের জবাবে কমলা এসব কথা বলেন।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা, এমন একটি প্রশ্নের উত্তর ভোটারদের পক্ষ থেকে কমলার কাছে জানতে চাওয়া হয়েছিল। কমলা তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি ট্রাম্পের প্রীতির কথা উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।
নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের উদ্বেগের প্রসঙ্গ টেনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তাঁরাও আমাদের গণতন্ত্রের কথা ভাবেন। তাঁরা যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’
ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলির সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এ রিপাবলিকান প্রার্থী। কেলি বলেছেন, নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রশংসা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের যেমন সামরিক বাহিনী ছিল, তেমন সামরিক বাহিনী গড়তে চান।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেলি আরও বলেন, মার্কিন সেনাবাহিনীর জায়গায় নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের জেনারেলদের মতো অনুগত জেনারেল চান ট্রাম্প। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থী নিশ্চিতভাবে ফ্যাসিবাদীর সংজ্ঞার মধ্যে পড়েন বলেও সতর্ক করেন তিনি।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মার্কিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল কিনা, তা নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীরা সন্দেহ জানিয়ে আসছিলেন। কেলির মন্তব্যের পর তা বাড়তি মাত্রা পেয়েছে।
বুধবার সিএনএনের অনুষ্ঠানে অংশ নিয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ এ প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে তাঁদের মত দিয়েছেন। বলেছেন, এ নেতার আবারও প্রেসিডেন্ট হওয়াটা ঠিক হবে না।
কমলা বলেন, ‘তাঁরা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তাঁরা বলেছেন যে তাঁর (ট্রাম্পের) আর কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ঠিক হবে না।’
কমলা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মঙ্গল ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।
আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রায় ২ কোটি ৬৫ লাখ মার্কিন নাগরিক ডাকযোগে কিংবা সশরীরে ভোট দিয়েছেন। এর মধ্যে ১০ লাখের বেশি ভোটার পেনসিলভানিয়ার।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের জন্য পেনসিলভানিয়া একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হয়। কমলা এবং ট্রাম্প দুজনই বারবার এ অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ বিবেচিত অন্য দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও জোরেশোরে প্রচার চালাচ্ছেন তাঁরা।
বিষয় : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কমলা হ্যারিস
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh