× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাসভবনে ড্রোন হামলা নিয়ে কথা বললেন নেতানিয়াহুর স্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ এএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। ফাইল ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরের কাছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি বলেছেন, এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।

আজ সোমবার সারাহ নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে, তা শুধু আমাদের দুজনের ওপর হামলা নয়। এটা আমাদের সবার ওপর হামলা, ইসরায়েলের নাগরিকদের ওপর হামলা, আমাদের মূল্যবোধের ওপর হামলা।’

গত শনিবার তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তখন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। গাজার পাশাপাশি সেখানেও স্থল হামলা চালাচ্ছে তারা।

দেশের জন্য লড়াইরত ইসরায়েলি সেনাদের প্রশংসা করে সারা নেতানিয়াহু বলেন, ‘আমাদের সেনাসদস্যরা দেশের জন্য যে অতুলনীয় নিষ্ঠা ও সাহসের সঙ্গে অবিরাম লড়ে যাচ্ছেন, তাঁদের পাশে আমরা মন থেকে রয়েছি।’

এর আগে বাসভবনে হামলার দিনই নেতানিয়াহু দাবি করেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.