ভারত কি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে? এএফপি
ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, টুর্নামেন্টে ভারতের না খেলাটা ক্রিকেটের জন্য ভালো হবে না।
৫০ ওভার ক্রিকেটের টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর শুরু হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্টে দল ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০০৮ সালের পর ভারত আর পাকিস্তান সফরে যায়নি। ভারত সরকারের অনুমোদন না থাকায় ২০১২–১৩ মৌসুমের পর দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দুই দল।
বুধবার এক বিবৃতিতে ইসিবি চেয়ারম্যান দুই দেশের ক্রিকেটীয় অচলাবস্থা নিরসনে বিসিসিআই প্রধান জয় শাহকে বড় ভূমিকা রাখতে হবে উল্লেখ করে বলেন, ‘এখানে ভূরাজনীতি আছে। এরপর ক্রিকেটীয় ভূরাজনীতিও আছে। আমি মনে করি, তারা একটা সমাধানের পথ খুঁজে পাবে। খুঁজে পেতেই হবে।’
২০১২–১৩ মৌসুমের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত–পাকিস্তানরয়টার্স
ইসিবি চেয়ারম্যান থম্পসন ও প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি পাকিস্তান–ইংল্যান্ড মুলতান টেস্টের সময় ব্রিটিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের আলোচনা আছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। তবে ভারত বা পাকিস্তানের মতো দলকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা সম্প্রচার স্বত্বের দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ইসিবির প্রধান নির্বাহী। আর তেমন পরিস্থিতি এড়াতে ‘অনেক বিকল্প ও জরুরিকালীন পরিকল্পনা আছে’ বলে জানান তিনি।
গোল্ডের ‘অনেক বিকল্পের’ একটি হতে পারে হাইব্রিড মডেল। ২০২৩ এশিয়া কাপ খেলতে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। পাকিস্তানে আয়োজন করা হয় শুরুর দিকের কিছু অংশ। এবার চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও বিসিসিআইয়ের সিদ্ধান্ত একই থাকলে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্টের একটি অংশের খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।
২০১৭ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে। দলগুলো হলো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও আফগানিস্তান। এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে ভেন্যু চূড়ান্ত করে সংস্কারকাজও করছে পিসিবি।
বিষয় : ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি ইসিবি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh