× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে বিভিন্ন এয়ারের ১২টি ফ্লাইটে বোমা হামলার হুমকি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪, ১৭:১৮ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৪, ১৭:১৮ পিএম

বিমান | প্রতীকী ছবি

ভারতে বেঙ্গালুরুগামী আকাসা এয়ার ও দিল্লিগামী ইন্ডিগোর দুটি ফ্লাইটে আজ বুধবার বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে ৩ দিনে ১২টি ফ্লাইট এ ধরনের হুমকি পেয়েছে।

আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেন, হুমকি পাওয়া ফ্লাইটটি হলো কিউপি ১৩৩৫। ফ্লাইটটিতে ৩ শিশু, ৭ জন ক্রুসহ ১৭৭ জন আরোহী ছিলেন। পরে ফ্লাইটটি দিল্লিতে ফিরে যায়।

এদিকে ইন্ডিগোর ৬ই ৬৫১ ফ্লাইটটি মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে এ ধরনের হুমকি পেয়ে আহমেদাবাদের দিকে চলে যায়। ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন, উড়োজাহাজটিকে খালি জায়গায় নিয়ে নিরাপদে সব যাত্রীকে বের করে আনা হয়েছে।

অন্য যেসব ফ্লাইট এ ধরনের হুমকি পেয়েছে, সেগুলো হলো এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইট, ইন্ডিগোর দাম্মাম-লক্ষ্ণৌ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অযোধ্যা-বেঙ্গালুরু, স্পাইসজেটের দারভাঙা থেকে মুম্বাইগামী (এসজি১১৬), আকাসা এয়ারের বাগডোরা থেকে বেঙ্গালুরু (কিউপি ১৩৭৩), অ্যালায়েন্স এয়ারের অমৃতসর-দেরাদুন-দিল্লি (৯আই ৬৫০) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী (আইএক্স ৬৮৪)।

গত সোমবার ইন্ডিগোর দুটি ও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এ ধরনের হুমকি পায়। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল মুম্বাই থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরগামী আর ইন্ডিগোর দুটি ফ্লাইট দুটি ছিল মাসকাট ও জেদ্দাগামী।

এসব ঘটনায় পার্লামেন্টের স্থায়ী কমিটি বেলা ১১টায় বৈঠক করে। এর আগে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু নিজ মন্ত্রণালয় ও ডিজিসিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বেশ কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। ডার্কওয়েবকে (ইন্টারনেটের অন্ধকার জগৎ) নজরদারিতে রাখা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.