ইসরাইলের উত্তর সীমান্তে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরাইল ডিফেন্স ফোর্সের চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ এর অধিক সেনা। আইডিএফ-কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হাইফার দক্ষিণে ৩৩ কিলোমিটার দূরে একটি শহরে বিনইয়ামিনার কাছে একটি সামরিক ঘাঁটিতে আইডিএফ-এর সাত সেনা গুরুতর আহত হয়েছেন।
হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তেল আবিব এবং হাইফার মধ্যবর্তী একটি এলাকায় অবস্থিত আইডিএফ-এর গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন- যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা আরও জানিয়েছে, আহতদের মধ্যে ৩৭ জনকে আটটি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।