তিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল রোববার (১৪ জানুয়ারি)প্রকাশিত এই ভিডিওতে জিম্মিরা ইসরায়েলি সরকারকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে হামলা বন্ধ করে তাদেরকে মুক্ত করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
ভিডিওটিতে কোনো তারিখ উল্লেখ করা নেই এবং এর দৈর্ঘ্য ৩৭ সেকেন্ড। এতে বক্তব্য রাখেন নোয়া আরগামানি (২৬), ইয়োসি শারাবি (৫৩) ও ইতাই সিরস্কি (৩৮)। ভিডিও শেষে স্ক্রিনে একটি ক্যাপশন দেখানো হয়। এতে বলা হয়, 'তাদের ভাগ্যে কি আছে তা আমরা আগামীকাল জানাবো'।
এর আগে হামাস জানায়, গাজায় নিরবচ্ছিন্ন ইসরায়েলি বোমাহামলার ফলে তারা কয়েকজন জিম্মির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। খুব সম্ভবত তারা নিহত হয়েছেন।