× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে লক্ষ্য করে ইসরাইলে বোমা হামলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৭ পিএম । আপডেটঃ ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৮ পিএম

হাসান নাসরুল্লাহ

‘চিরশত্রু ’ বলে বিবেচিত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার এক সপ্তাহও পার হয়নি। এরমধ্যে সশস্ত্রগোষ্ঠীটির সম্ভাব্য প্রধান হাসেম সাফিয়েদ্দিনকে হত্যার অভিযান শুরু করেছে ইসরাইল। সাফিয়েদ্দীন হলেন সেই ব্যক্তি যিনি ব্যাপকভাবে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারী হিসাবে বিবেচিত।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈরুতের কাছে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের এক বৈঠকে হামলা চালিয়েছে ইসরাইল। ধারণা করা হচ্ছে সেখানে হাসেম সাফিয়েদ্দিনও ছিলেন। তবে এই হামলায় নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মৃত্যু হয়েছে কি না নিশ্চিত করতে পারেনি ইসরাইলি সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে বৈরুতের কাছে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ বাঙ্কার টার্গেট করে হামলা চালিয়েছে ইসরাইল। সেখানে সাফিয়েদ্দিনসহ হিজবুল্লাহর অপর নেতারা উপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে। 

নাসরুল্লাহর মতো তার চাচাতো ভাই সাফিয়েদ্দিনও জনসমক্ষে আসতেন না। তবে গোপনে হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়। 

গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুর্জ আল-বারাজনে একটি অঞ্চল খালি করার নির্দেশ জারি করে ইসরাইলি সেনাবাহিনী। মধ্যরাতের দিকে সেই এলাকায় একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যা বৈরুতের জনবহুল দাহিয়া এলাকা পর্যন্ত ছড়িয়েছিল। বলা হচ্ছে, গত অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে ওই এলাকায় সবচেয়ে বড় হামলা।

হিজবুল্লাহ গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ বৈরুতের শক্ত ঘাঁটিতে টানা ১১ হামলা চালিয়েছে ইসরাইল। বোমাবর্ষণ এতটাই তীব্র ছিল আশেপাশে ১৫ মাইল দূর পর্যন্ত অনুভূত হয়। এতে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে।

সাফিয়েদ্দিনকে নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এ ছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় ৩৭ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.