× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯২

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ এএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ছবি—সংগৃহীত

নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯২ হয়েছে। এদিকে বন্যার পানি কমতে শুরু করায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের এলাকাগুলোয় আজ সোমবার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনা দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে।

দুই দশকের বেশি সময়ের মধ্যে নেপালে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় গত শনিবার সকাল পর্যন্ত ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হয়। ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি এএফপিকে বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে আমরা পুরো মনোযোগ দিচ্ছি। বিশেষ করে যারা বিভিন্ন মহাসড়কে আটকা পড়েছেন।’

ঋষি রাম তিওয়ারি আরও বলেন, এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩১ জন।

নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি মহাসড়কে যানবাহনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, বন্যা ও ভূমিধসে আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার, ইঞ্জিনচালিত নৌকা, ভেলা, রবারের নৌকা ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এ বছর বৃষ্টিজনিত দুর্যোগে নেপালে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.