× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইউনূসের বৈঠক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪ পিএম । আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠকে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেছেন ট্রুডো। বাংলাদেশের প্রতিষ্ঠান নির্মাণে সহায়তার জন্য কানাডার সার্বিক আগ্রহ ও প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

জাতিসংঘ সচিবালয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, স্বাধীনতা সমুন্নত করা, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে-পরে ছাত্র ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ তুলে দেন প্রধান উপদেষ্টা ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে মুহাম্মদ ইউনূস।


বিগত শাসনামলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দেওয়ারও অনুরোধ জানান তিনি।

ট্রুডোর সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণের সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার সন্ধ্যার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণের সঙ্গেও সাক্ষাৎ করেন মুহাম্মদ ইউনূস।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তিনি ওই অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায়।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে মুহাম্মদ ইউনূস।


অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে ওই বৈঠক হবে বলে বাসস জানিয়েছে।

আগের দিন বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা এবং বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.