× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অনুড়া দিশানায়েকে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম । আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

অনুড়া কুমারা দিশানায়েকে। ছবি—রয়টার্স

শ্রীলঙ্কার দশম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুড়া কুমারা দিশানায়েকে (৫৫)।

আজ রোববার ভোট গণনা শেষে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দিশানায়েকে পেয়েছেন গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৮ শতাংশ ভোট।

গত কয়েক দশক ধরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশে এই প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট হলেন। মার্ক্সবাদী দিশানায়েকেকে মূলত অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।

বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ২০২২ সালে দায়িত্ব নেন। অর্থনৈতিক মন্দা ও ঋণগ্রস্ত দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এবারের নির্বাচন তার থেকে যাওয়ার ওপর গণভোটও ছিল, যেখানে তিনি পেয়েছে ১৭ দশমিক ২৭ শতাংশ ভোট।

গত শনিবার ভোটগ্রহণের পর গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায়, শ্রীলঙ্কার ইতিহাসে এবারই প্রথম দ্বিতীয় দফা ভোট গণনা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.