× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেউ আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৪, ০২:১০ এএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৪, ০২:১০ এএম

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের  কেউ থামাতে পারবে না বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে করা মামলার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া  পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।’

রোববার (স্থানীয় সময়) গাজা যুদ্ধের ১০০তম দিন উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু আরও বলেন, দখলকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তারা সহসা সেখানে ফিরতে পারবে না।

নেতানিয়াহু আরও বলেন, সেখানে বিপদজনক পরিস্থিতি বিদ্যমান। যুদ্ধ চলছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.