× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরাইলের ৭০০ সেনা নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৪, ১২:২২ পিএম

ছবি | সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের ৭০০ সেনা নিহত হয়েছে। রোববার (২৫ আগস্ট) ৭০০তম সেনা হিসেবে ২০ বছর বয়সী অমিত তাদিকোভের নাম ঘোষণা দখলদার ইসরায়েল।

অমিত তাদিকোভ শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ১০১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় আরেক সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শুক্রবার আলাদা দুটি ঘটনায় চার সেনা নিহত হন। তারা গাজা সিটির জেইতুনে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪ হাজার ৩৫০ সেনা আহত হয়েছেন। যার মধ্যে ২ হাজার ২২৯ জন স্থল যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরবী সংবাদমাধ্যম অ্যারাবি২১ এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আড়াল করছে। নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা অনেকের।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামাস প্রতিদিনই ইসরায়েলি সেনাদের আহত ও নিহত হওয়ার তথ্য জানাচ্ছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো চেপে যাচ্ছে।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজার ৪০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৩ হাজার ৪৬৮ জন।

ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে করে সেখানকার মানুষ পড়েছেন মানবিক বিপর্যয়ে।


সূত্র: দ্য নিউ আরব

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.