ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোর্স্কের একটি হোটেলে এক ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের যুদ্ধ সংবাদ টিমের এক সদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় বার্তা সংস্থাটির দুই সাংবাদিক আহত হয়েছেন।
রোববার এক বিবৃতিতে রয়টার্স জানায়, ক্রামাতোর্স্কের হোটেল স্যাফায়ারে রয়টার্সের ছয় সদস্যের একটি দল অবস্থান করছিল। শনিবার সেই হোটেলটিতে ক্ষেপণাস্ত্রের হামলা হয়।
নিহত রায়ান ইভান্স রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করতেন। আহত দুই সাংবাদিকের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাদের দুইজনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রয়টার্স বলেছে, "আমরা এ হামলার বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য পাওয়ার চেষ্টা করছি, এ নিয়ে ক্রামাতোর্স্কের কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করছি।”
পাশাপাশি, রয়টার্স কর্তৃপক্ষ তাদের নিহত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদন জানিয়েছে।
ইভান্স (৩৮) একজন সাবেক ব্রিটিশ সেনা। তিনি ২০২২ সাল থেকে রয়টার্সের সঙ্গে কাজ করছিলেন এবং ইউক্রেন, ইসরায়েল ও প্যারিস অলিম্পিকসহ বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে পরামর্শ দিয়ে আসছিলেন বলে রয়টার্স জানিয়েছে।
হামলার সময় হোটেলে থাকা রয়টার্স সংবাদ দলের অন্য তিন সদস্য অক্ষত ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “হোটেলটিতে রাশিয়া ইস্কান্দর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।”
ইস্কান্দর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ছোঁড়ার স্থান থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন জেলেনস্কি।
স্যাফায়ার হোটেলে হামলার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হোটেলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়েছে নাকি ওই ভবনে ইচ্ছাকৃতভাবে হামলাটি চালানো হয়েছে, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি।
এর আগে দোনেৎস্ক প্রদেশের আঞ্চলিক প্রসিকিউটর দপ্তর এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছিল, ক্রামাতোর্স্কের এক হোটেল ভবনের ধ্বংসস্তূপ থেকে একজন ব্রিটিশ নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে।
তারা জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে 'সম্ভবত ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রে' হোটেলটি 'ধ্বংস' করা হয়।
প্রসিকিউটর দপ্তর এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh