× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে’: রুশ এমপি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ আগস্ট ২০২৪, ১৪:৩৫ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম

ছবি | রয়টার্স

রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা শেরেমেতের উদ্ধৃতি দিয়ে বলেছে, “বেসামরিক অবকাঠামোর ওপর পশ্চিমা সামরিক সাজসরঞ্জাম, পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া এবং রাশিয়ার ভূখণ্ডে হামলায় বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তেই পৌঁছতে পারে যে, বিশ্ব তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এবারই প্রথম কিইভের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ অগাস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখন্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেইন।

দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, কুর্স্কে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। তিনি জানান, তাদের সেনারা এখনও অগ্রসর হয়ে চলেছে। লড়াইয়ের মুখে এলাকাটি থেকে মানুষজনকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া।

রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য শেরেমেত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি করে বলেছেন, নেটো দেশগুলো ইউক্রেইনের এই আগ্রাসন পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে। তবে ওয়াশিংটন এমন অভিযোগ অস্বীকার করেছে।

পুতিনের সহযোগী নিকোলাই পাত্রুশেভও শুক্রবার ইজভেস্তিয়া পত্রিকায় এক সাক্ষাৎকারে একই অভিযোগ তুলে বলেছেন, রাশিয়ায় ঢুকে ইউক্রেইনের সেনাদের হামলার পেছনে পশ্চিমাদের হাত আছে।

কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের অভিযানের পরিকল্পনায় নেটো ও পশ্চিমা গোয়েন্দাসংস্থাগুলো জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন। যদিও একথার সপক্ষে তিনি কোনও প্রমাণ দেননি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.