× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হত্যাকাণ্ডের পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি কানাডার

মো.ইলিয়াছ হোসেন

১১ আগস্ট ২০২৪, ০৬:১৯ এএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৪, ০৬:২০ এএম

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি | ছবি—সংগৃহীত

বাংলাদেশে সব সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান সমর্থন করে কানাডা। একই সঙ্গে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করে তারা। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্র্বতী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে শুক্রবার এ কথা বলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ বের করা। কানাডা সরকারের ওয়েবসাইটে দেয়া ওই বিবৃতিতে তিনি আরও বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা। একই সঙ্গে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.