গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলাকে ‘মারাত্মকভাবে বিকৃত’ ও ‘বিদ্বেষপ্রসূত’ বলে মনে করে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে চালানো হামলার লক্ষ্য সেখানকার সাধারণ মানুষ নন।
গতকাল শুক্রবার এ মামলার শুনানি চলাকালে ইসরায়েলের পক্ষের আইনজীবী আদালতকে এসব কথা বলেন।
এদিকে আইসিজেতে করা দক্ষিণ আফ্রিকার মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট এক বিবৃতিতে বলেন, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ‘অমানবিক’ হামলা চালানোর পরই ইসরায়েল ‘আত্মরক্ষায়’ পদক্ষেপ নিয়েছে।
গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়ার অভিযোগ, এর মধ্য দিয়ে ইসরায়েল জাতিসংঘের গণহত্যাবিষয়ক কনভেনশন লঙ্ঘন করছে।
গত বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে নিজেদের অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা। আর গতকাল ছিল শুনানির দ্বিতীয় দিন। প্রিটোরিয়া চায়, বিচারকেরা যেন গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানিতে ইহুদি নিধনের পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে জেনোসাইড কনভেনশন সই হয়।
ইহুদি নিধনের ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে জার্মানিকে তাদের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে গুরুত্ব দিতে দেখা যায়।