ইমরান খানের খোঁজে আসা বৃটিশ-আমেরিকান লেখক ও সাংবাদিক চার্লস গ্লাসকে পাঁচ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলল পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন। গত বছর আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তিনি। সেই থেকে জেলের চার দেওয়ালের কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্তও হয়েছেন ইমরান। তাঁর সাক্ষাৎকার নিতেই পাকিস্তান এসেছিলেন চার্লস। জানা গেছে, পাক সাংবাদিক জাহিদ হুসেনের বাড়িতে উঠেছিলেন বিদেশি ওই সাংবাদিক। বুধবার যখন তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়, তখনও তিনি সেখানেই ছিলেন। সূত্রের খবর, বুধবার দুপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) এর নেতৃত্বে একটি বড় দল চার্লসের খোঁজে জাহিদের বাড়ি পৌঁছায়।
তখনই চার্লসকে জানানো হয়, তার ভিসা বাতিল করা হয়েছে। এর পরে প্রায় এক ঘণ্টা তর্কের পর শেষমেশ তাকে আগামী পাঁচ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। ডন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চার্লসের বয়স প্রায় ৭৪ ছুঁইছুঁই। তার কিছু জিনিসপত্র হোটেলে রয়ে গিয়েছিল। তা ছাড়া এত তাড়াতাড়ি বিমানের টিকিট বুক করাও সম্ভব ছিল না। পুলিশের তরফেই তাকে জানানো হয়, বিকাল ৪টায় আবুধাবি যাওয়ার একটি বিমান রয়েছে। এ ছাড়াও তাকে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য পুলিশের গাড়িতেই হোটেলে পৌঁছে দেওয়া হয়। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি এবং প্রকাশনার কাজ সামলান চার্লস গ্লাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পশ্চিম এশিয়া নিয়ে তার গবেষণামূলক নানা কাজ রয়েছে। নিউজ উইক, এবিসি টিভি এবং দ্য টেলিগ্রাফের মতো বহু সংবাদমাধ্যমে কাজ করেছেন চার্লস।
সূত্র : ফার্স্টপোস্ট