× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হুতিদের উপর ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৪, ২৩:৩১ পিএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:১০ এএম

যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ভোরে হুতি নিয়ন্ত্রিত একটি রাডার সাইটে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই জায়গা থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছিল হুতি যোদ্ধারা। শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে হামলা চালানো হয়। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা রাডার সাইটটিতে আঘাত হানা হয়েছে। এতে হুতিদের আক্রমণ ক্ষমতা কমবে। খবর-বিবিসি

শনিবার ভোরে হুতি টিভি চ্যানেল আল-মাসিরাহ দেশটির রাজধানী সানাকে লক্ষ্য করে অভিযান চালানোর সংবাদ প্রকাশ করা হয়। বার্তা সংস্থা এপি বলছে, সানায় অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনেতে পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক হামলায় হুতিদের কমান্ড সেন্টার, যুদ্ধাস্ত্র ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৩০টি অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইয়েমেনি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে ‘আক্রোশমূলক আচরণ’ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া জানাবে। এদিকে লোহিত সাগরে জাহাজে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে হুতিরা। বৃহস্পতিবার ইয়েমেনে হামলা শুরুর কয়েক ঘণ্টা পর দেশটির রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। 

ফেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে ইরান-সমর্থিত হুতিদের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা ও বাহরাইন এতে সহায়তা দিচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান হুতিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সহায়তা করেছে।  

হুতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এজন্য চরম মূল্য দিতে হবে। 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.